ওমর ফারুক
মোহাম্মদ ছানাউল্লাহ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের শীর্ষ সংগঠক, বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি কে কটাক্ষ করে নির্বাচনী সভায় বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিচারের দাবিতের মানববন্ধন করেছে রায়পুরা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে হাসনাবাদ রেলওয়ে স্টেশন সংলগ্ন এই মানববন্ধন করা হয়। এসময় সাবেক উপজেলা কমান্ডার ও সেক্টর কমান্ডার ফোরাম এর সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম এক লিখিত বক্তব্যে মিজানুর রহমান চৌধুরি কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা বাতিল করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
মিজান চৌধুরী এরকম মিথ্যা কথা বললে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধে প্রকৃত ইতিহাস জানতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেন।
অন্য এক মুক্তিযোদ্ধা বলেন: রাজু ভাই একজন সাধারণ মুক্তিযোদ্ধা নয় বরং তিনি মুক্তিযুদ্ধের সংগঠক তার বিরুদ্ধে এরকম মিথ্যা কথা বলা কারণে আমরা সকল মুক্তিযোদ্ধা একত্রিত হয়ে মানববন্ধন করছি।
এসময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র-সভাপতি এড. ইউনূস আলী ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর সভাপতি অহিদুজ্জামান পলাশ, মৎস্যজীবী লীগের দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আল আমিন হোসেন, নরসিংদী জর্জকোটের এপিপি এড.খন্দকার হালিম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি মোঃ সোলায়মান সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার ফোরাম ৭১, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সদস্য সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্ধ উপস্থিত ছিলেন

