
শাহিনুর আক্তার, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
"নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে সবার,,
এই শ্লোগান কে সামনে রেখে বেলাবতে ক্রেতা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীতে নরসিংদী বেলাবো উপজেলা শাখায় সিআরবি'র শপথ অনুষ্ঠান।
২৫ ডিসেম্বর সোমবার বিকেল ০৪ টায় বেলাব প্রেস ক্লাবে কাউন্সিল অফ কনজিউমার রাইটস এর আয়োজনে মোঃ স্বপন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি মোঃ নাজমুল হাসান,উপজেলা সহকারি কমিশনার (ভূমি ), উদ্বোধক ছিলেন আব্দুল হান্নান মানিক, বিশেষ অতিথি খোকন মাহমুদ নির্ঝর(কার্যনির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ, নগেন্দ্র নাথ বণিক (সাধারণ সম্পাদক সিআরবি, নরসিংদী জেলা শাখা)মোশারফ হোসেন নিলু ( সহ সভাপতি, সিআরবিসহ সভাপতি, নরসিংদী জেলা শাখা,শেখ আব্দুল জলিল (সাবেক সভাপতি বেলাব প্রেস ক্লাব) আমিনুল হক সিনিয়র সাংবাদিক মাই টিভি।
সঞ্চালনায় আশিকুল ইসলাম হানিফ,(সাধারণ সম্পাদক,সিআরবি বেলাব শাখা। সার্বিক সহযোগিতায় ছিলেন মকবুল হাসান, রমজান আলী জুয়েল, আলী হোসেন,শাহিনুর আক্তার, মোঃ বাদল মিয়া, মোখলেছুর রহমান সহ প্রমূখ।
এসময় নরসিংদী জেলা শাখার বক্তারা বিভিন্ন দিক নিদর্শনা দেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.