ওমর ফারুক

শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি:

আজ ২৬ডিসেম্বর ২০২৩ ইং, রোজ মঙ্গলবার।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৪ শেরপুর -০২ (নকলা-নালিতাবাড়ি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলার অগ্নি কন্যা, গণমানুষের কন্ঠস্বর, সাবেক সফল কৃষি মন্ত্রী ও মহান জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী’র নির্বাচনী জনসভা।

উক্ত জনসভা বিকাল ৩ঘটিকায় শুরু হওয়ার কথা থাকায় এর অনেক আগেই চন্দ্রকোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল আকারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে ”চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়” মাঠে। উক্ত জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ চন্দ্রকোনা ইউনিয়ন শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে নকলা উপজেলা ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উক্ত জনসভায় বক্তব্যের শেষ পর্যায়ে জনসভার মধ্য মণি বেগম মতিয়া চৌধুরী যখন বক্তব্য রাখবেন তার আগ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ও উপস্থিত হাজারো জনসাধারণ তার সাথে তাল মিলিয়ে চন্দ্রকোনা ইউনিয়ন বাসির দীর্ঘ দিনের একটি দাবি তুলে ধরেন (চন্দ্রকোনা ফাঁড়ি থানা থেকে মডেল থানায় রুপান্তর চাই)।

বক্তব্যে শুরুতে বেগম মতিয়া চৌধুরী জনসাধারণের এই দাবিকে স্বাগত জানান ও আশ্বস্ত করেন এবং বলেন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও নকলা নালিতাবাড়ী অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দেন এবং আমাকে জয়যুক্ত করুন ও দেশরত্ন শেখ হাসিনার হাঁতকে শক্তিশালী করুন।