
নিজস্ব প্রতিবেদক:
সুশিক্ষা জাতীর মেরুদণ্ড। যার মেরুদণ্ড সোজা-বলশালী সে যে কোন কঠিনতর কাজ অনায়াসে করতে পারে।শিক্ষার মান বৃদ্ধি, দক্ষ ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার প্রচেষ্টা এবং শিক্ষা বিষয়ক উপকরণ বিতরণ, বই পাঠ বৃদ্ধি করণ, জ্ঞানী ও গুণীদের সংবর্ধনা প্রদানসহ নানাবিধ শিক্ষামূলক কাজে ভুমিকা রেখে এগিয়ে চলছে "বিশুদ্ধ জ্ঞানে সমৃদ্ধ জাতী" শ্লোগান ধারণ করে "বিদ্যাবাড়ী" সংগঠন।

২৬ ডিসেম্বর মঙ্গলবার "বিদ্যাবাড়ি" এর আয়োজনে যুবনগর মডেল স্কুল, শেখেরচর-নরসিংদীর বাৎসরিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ পরিচালক মোস্তফা আজিজুল করিম, বিদ্যাবাড়ির উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী এড. রিনা আক্তার ফাতেমা, মাধবদী ডিজিটাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ সাদী, হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর, মোহেরপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি আহসান হাবীব রোমান, গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ শাহ ফকির।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ও যুবনগর মডেল স্কুলের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান।অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীর ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথি বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় "বিদ্যাবাড়ি" সংগঠনের পক্ষ হতে।এসময় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান আব্দুল হামিদ পি এইচ এফ প্রমূখ।সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আবেদ আলী কলেজের প্রভাষক বেলাম আহমেদ, সাধারণ সম্পাদক ও বাবুরহাট গ্রিনফিল্ড কলেজ এর প্রভাষক মারুফ হোসেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.