ওমর ফারুক
মো.নূর ইসলাম, শেরপুর সদর প্রতিনিধিঃ
শেরপুর শহর পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৯ টায় পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইসকান্দার হাবিবুর রহমান।
পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত সকল অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। পরে শহর পুলিশ ফাঁড়ি’র ব্যারাক, সেরেস্তা ও কর্মরত সকল অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং উপস্থিত অফিসার-ফোর্সকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইসকান্দার হাবিবুর রহমান সহ ফাঁড়ি’র বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

