
শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ে আমেরিকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ আবু সায়েম এর অর্থায়নে মরহুম হাজী আব্দুর রাজ্জাক একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার( ২৭ ডিসেম্বর) বেলা ২ ঘটিকার সময় পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের মরহুম হাজী আব্দুর রাজ্জাক একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের অফিস সহকারী সাগর আহমদ এর সঞ্চালনায় রেদোয়ান আহমদের কুরআন তেলওয়াত ও চৌতি রাণী দাসের গীতা পাঠের মধ্যে এবং আব্দুল হাই মামুন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপির সুযোগ্য পুত্র তরুণ সমাজ সেবক জাকির হোসেন জুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক আকিবুল হোসেন, সহকারী শিক্ষক বকুল শর্মা নানটু রঞ্জন পাল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার সদস্য ও বাংলা টিভির উপস্থাপক আহমদ জুবায়ের, বড়লেখা যুবলীগের দায়িত্বশীল হারুনুর রশীদ বাদশাহ,ইতালি ছাত্র লীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ, সাংবদিক শাহরিয়ার শাকিল, বড়লেখা পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, যুবলীগ নেতা আব্দু শহীদ, কবির হোসেন, বদই মিয়াসহ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও স্থানী এলাকার ব্যক্তিবর্গ।
উল্লেখ্যঃ অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে নবনির্মিত পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের মরহুম হাজী আব্দুর রাজ্জাক একাডেমিক ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাকির হোসেন জুমন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.