
নিউজ ডেস্ক:
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, যে কেন্দ্রে একটি জাল ভোট পড়বে; সেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এ ছাড়া ওই কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের চাকরি চলে যাবে।
ইসি মো. আহসান হাবিব খান বলেন, নির্বাচনে কোনো ক্রমেই কারচুপি মেনে নেয়া হবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য কমিশন সার্বিক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান সুরক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটার উপস্থিত করানো প্রার্থীদের দায়িত্ব। আমরা দেশ, গণতন্ত্র, দেশের অর্থনীতি, শিল্প বাঁচাতে চাই। স্বচ্ছ গণতন্ত্র ছাড়া দেশকে বাঁচানো কঠিন হবে। তাই এ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেন, ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আরিফুজ্জামান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) বরিশাল অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনসহ অনেকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.