সম্পাদক
মোঃ তারেক মিয়া, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-২(দিরাই – শাল্লা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন যারা আওয়ামীলীগ করে এবং নৌকয় ভোট দিবেনা তারা হল বেঈমান।তারা খন্দকার মোশতাকের উত্তরসূরি।
আজ বুধবার বিকাল ৪:৩০মিনিট শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে নৌকার নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন যারা আজ নৌকার বিরোধিতা করছে তারা সারা জীবন আওয়ামী লীগের বিরোধিতা করেছে তারা কখনো নৌকার পক্ষে কাজ করেনি। তারা শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে পর্যন্ত আওয়ামী লীগের বিরোধিতা করেছে।
তিনি সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে আগামি ৭ জানুয়ারি নৌকায় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করেন। উন্নয়ন বঞ্চিত দিরাই-শাল্লার উন্নয়ন করতে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস,বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ,শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামান চৌধুরী,সাবেক চেয়ারম্যান আবু লেইছ চৌধুরী, আওয়ামীগ নেতা আবুল কালাম আজাদ,আটগাও ইউনিয়নের যুবলীগ নেতা শাহিন আল কাওছার,ময়না মিয়া শ্রীহাইল গ্রামের আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, হেকমত আলী, জিয়া রহমান, ডালিম মিয়া প্রমুখ।

