ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির কৃষক আবু জাহেদ হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রায়হান ৩৩। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সিকদার পাড়ার মৃত আবদু শুক্কুর প্রকাশ বান্টু মিয়ার পুত্র। তিনি কৃষক জাহেদ হত্যা মামলার চার নম্বর আসামি।
পুলিশ জানায়, ২৬ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে চুনতি ইউনিয়নের লম্বাশিয়া পাহাড়ি এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মোঃ রায়হান চুনতির কৃষক আবু জাহেদ হত্যা মামলার
এজাহারভুক্ত আসামি। গ্রেফতার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পাহাড়ী এলাকায় লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
অসামি রায়হান লম্বাশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপকর্মের হোতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। তাকে ২৭ ডিসেম্বর বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্যঃ ২০২২ সালের ৩০ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসী আবু জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। ঘটনার পর জাহেদের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এজাহারে স্থানীয় মোঃ হারুন ৪২ মোঃ জাহেদ ২৮,ওমর ফারুক ৩২ ও মোঃ রায়হানকে ৩৩ আসমি করা হয়।
২০২৩ সনের ৩ জানুয়ারী সন্ধ্যায় কৃষক আবু জাহেদ চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। নিহত আবু জাহেদ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাতগড় নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র।’

