
আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার (২৯ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদন থেকে জানা যায় যে সিরিয়ার দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় ১১ ইরানি সেনার মৃত্যু হয়েছে।
এতে বলা হয়, দামাসকাস বিমানবন্দরে বৃহস্পতিবার একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যান এ সেনারা। ওই সময় বিমান হামলার ঘটনা ঘটে। নিহতরা ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্য।
নিহত সেনারা মূলত সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। ইরানের বাইরে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে এই বিপ্লবী গার্ডের সেনারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন।
উল্লেখ্য, সিরিয়ায় হামলার ব্যাপারে ইসরায়েল কখনও কোনো ধরনের তথ্য দেয় না। তবে তারা সব সময় বলে আসছে, ইরানকে কখনই সিরিয়ায় উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.