ওমর ফারুক
দলে-বলে জনতার ঢলে
নেমে এসো ঝাঁকে-ঝাঁকে
সাড়া দিয়ে এক দফার ডাকে,
এসো ভাই,এসো বন্ধু
এক দফা,এক দাবি নিয়ে
বিজয় নগরী পল্টন মোড়ে।
রাজপথে রাজ করবো
স্বৈরাচারের হাত হতে
দেশকে মুক্ত করার শুরে,
বাঁচার মতো মোরা বাঁচবো
না হয় রাজপথে মারবো
এদেশকে মুক্ত করে ছাড়বো।
গর্জে উঠো,বেংগে দিতে
ঐ স্বৈরাচারের কালো হাত
বলে বাংলাদেশ জিন্দাবাদ।


