
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় তিন বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে ওই শিশুর পিতা বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সৈয়দ বেপারি বাড়ির নানা আবুল কালামের বাসায় বেড়াতে আসা শিশুকে একই বাড়ির ইয়াসিনের ছেলে আব্বাসউদ্দীন (৩৫) কোলে তুলে পার্শ্ববর্তী জালাল মাস্টারের পুকুর পাড়ে নিয়ে যায়। শিশুটির কান্না শুনে লোকজন এগিয়ে এলে আব্বাসউদ্দীন পালিয়ে যায়। এসময় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন।
তজুমদ্দিন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নাঈম জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানাকে অবহিত করে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। পরিক্ষা শেষে রিপোর্ট দেখে এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যাবে। চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ বলেন, নানা বাড়িতে মায়ের সাথে বেড়াতে এসে ওই শিশু এ ঘটনার শিকার হন। বিষয়টি শোনার পর ওসিকে অবহিত করি। গ্রাম পুলিশের সহায়তা অভিযুক্ত আব্বাসউদ্দীনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, ওই শিশুর পিতা মোঃ মামুন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। নারী ও শিশু নির্ষাতন দমন আইনে মামলা রুজু করে অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর কোর্টে প্রেরন করার প্রস্তুতি চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.