
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
৩০ ডিসেম্বর শনিবার রাত ৮টায় লোহাগাড়া সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের অফিস উদ্বোধন করেন সাতকানিয়া লোহাগাড়া আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়া উপজেলার সাবেক সভাপতি এইচ এম এ গণি সম্রাট। এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা যুবলীগের নেতা ও সংগঠক যথাক্রমে তৌহিদুল হক, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, মিকরাজ উদ্দিন পিন্সু, মেসবাহ উদ্দিন, মোসলিম সিকদার, লোহাগাড়া সদর ২নং ওয়ার্ডের সহ সভাপতি মোহাম্মদ ওমর গণি,যুবলীগের সদস্য রফিক উদ্দিন ও নুরুল আলম। অফিসটি পরিচালনায় রয়েছেন তৌহিদুল হক, মোসলিম সিকদার ও ওমর গণি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.