
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাইয়ের ভাদিকারা গ্রামে গানের আসরে বাদ্যযন্ত্রের কিবোর্ড বাদক মাসুক মিয়ার মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ভাদিকারা গ্রামে শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে গানের আসর বসে।এ আসরে কিবোর্ড বাজাচ্ছিল উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামের সোরাব মিয়ার পুত্র মাসুক মিয়া (৩৫)।
আনুমানিক রাত ১-৩০ মিনিটে মাসুক মিয়া অসুস্থ বোধ করলে গানের স্টেজ এর পিছনে চলে যায় এবং আকস্মিক ভাবে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধায় করাব গ্রামের তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক ( তদন্ত) চম্পক দাম এর সাথে আলাপকালে জানান মাসুক মিয়া নামে এক ব্যক্তি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে। শুনেছি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ময়নাতদন্ত হয়েছে। এতে থেকে কারন জানা যাবে।এখনও কেউ কোন অভিযোগ নিয়ে আসেননি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.