
শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার ১৩নং রৌহা ইউনিয়নের চক আন্ধারিয়া পশ্চিম পাড়া গ্রামের তরুণ সংগঠন সোস্যাল ট্যালেন্টস ইয়ুথ ফোরাম (স্টাইফ) এর উদ্যোগে আয়োজিত বহুল কাঙ্ক্ষিত, আলোচিত ব্যাটমিন্টন ফাইনাল ম্যাচটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে শেষ হয়।
টুর্নামেন্টের ১০টি দলের মধ্যে চন্দ্রকোনা রেহারচড় ও রৌহা সুমীডুবার পাড় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
গতকাল ৪জানুয়ারি ২০২৪ ইং, রোজ বৃহস্পতিবার। রাত ০৯.০০ মিনিটে মোঃ রফিকুল ইসলাম জয়ের উপস্থাপনায় এবং হাফেজ শাহ্ আলমের সভাপতিত্বে এবং আমেরিকান প্রবাসী এম এ সাদী এর বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয়।
ম্যাচটিতে টান টান উত্তেজনা ও হাড্ডা হাড্ডি লড়াই চলে টানা ৪০মিনিট।
হাড্ডা হাড্ডি লড়াই শেষে চন্দ্রকোনা রেহার চর কাঙ্ক্ষিত জয় অর্জন করে এবং উক্ত টুর্নামেন্টের ২য় আসর চ্যাম্পিয়ন হয়।পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ ইমরান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবির মোল্লা, কনক মোল্লা ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সজিব মিয়া, মাহবুবুর রহমান সোহাগ আকন্দ সহ বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এ,আর রুবেল আকন্দ, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন আজাদ, ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, প্রমুখ এবং বক্তব্য শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন পুরুষ্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.