সম্পাদক

নিউজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়। কম ভোটারের উপস্থিতি ও নানা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২৭টি দল অংশ নিলেও নির্বাচন বর্জনের আহবান জানিয়ে হরতাল পালন করছে বিএনপিসহ সমমনা দলগুলো। 

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখেছি। কোথাও সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি। কিছু কিছু অভিযোগ এসেছি, ব্যালটে সিল মারার। আমরা সেগুলো ক্রস চেক করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেপ্তার করেছি, মামলা করেছি। শেষ মুহূর্তে একজনের প্রার্থিতাও বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ভোটের এখনও চূড়ান্ত পার্সেন্টেজ হয়নি। তবে আমরা যে তথ্য পেয়েছি তাতে ৪০ শতাংশ ভোট পড়েছে। এটি বাড়তে পারে, না-ও বাড়তে পারে।

এর আগে নির্বাচন কমিশন জানায়, বেলা তিনটা পর্যন্ত সারা দেশে ২৭.১৫% ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ২৫ শতাংশ, চট্টগ্রাম ২৭%, খুলনায় ৩২%, সিলেটে ২২%, ময়মনসিংহে ২৯%, রাজশাহী ও রংপুর বিভাগে ২৬% করে, এবং বরিশাল বিভাগে ৩১% ভোট পড়েছে।

নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, অনিয়মের কারণে এ পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ১৫ জনকে জাল ভোট দেয়ার অভিযোগে আটক ও জরিমানা করা হয়েছে।