
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি : নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনী ক্যাম্পে ও কর্মী সমর্থকদের বাড়ি-ঘরে ভাঙচুর চালিয়ে প্রতিপক্ষে কর্মী সমর্থকরা। এঘটানা আহত হয়েছে অন্তত ১০ জন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজন মিরাজুল ভূঁইয়া নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মিরাজুল নৌ-পরিবহন মন্ত্রনালয়ে কর্মরত আছেন বলেন জানা গেছে। শনিবার (৬ জানুয়ারি) বিকালে শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন দরগারবন্দ এলাকায় এই ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা ও স্থানীয়রা জানান, বিকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আফজাল, শিমুলিয়া এলাকার সাবেক মেম্বার মোক্তার ও লাখপুর এলাকার নাসির মেম্বার ও লতিফের বাড়িতে নৌকার সমর্থকরা হামলা চালায় ।
এসময় আহত হয় অন্তত ১০ জন। আহতদের মধ্যে মেরাজ উদ্দিন ভূঁইয়াকে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা আরও বলেন, নির্বাচনের আগের দিন এই ধরনের ঘটনার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে নৌকার সমর্থকরা। এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।
সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ সজীব বলেন, তিনি এই বিষয়ে অবহিত হয়েছেন এবং আইন শৃংখলা রক্ষার্থে র্যা ব, বিজিপি, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করার জন্য যাচ্ছেন বলে জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.