ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের বেলাব উপজেলার সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র বাতিল করা হয়েছে।

সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর নৌকায় সীল দেয়া একাধিক বই দেখতে পায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টরা। এসময় প্রিজািডিং কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। পরে কেন্দ্রটি বাতিল করা হয়।

নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, জাল ভোটের মাধ্যমে অনিয়মের অভিযোগে বেলাব উপজেলার সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট বাতিল করা হয়।

এছাড়াও সকাল থেকে রায়পুরার-৫ আসনের রায়পুরা ইউনিয়নের রাজপ্রসাদ মামুদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের এজেন্টকে বের করে দেওয়াকে কেন্দ্র করে নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে এক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সহ উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।