
রিপন কান্তি গুণ, নেত্রকোনা সদর প্রতিনিধি;
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে আশরাফ আলী খান খসরু বেরসরকারীভাবে নির্বাচিত।
আজ (৭ জানুয়ারি) রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে আশরাফ আলী খান খসরু বেরসরকারীভাবে নির্বাচিত হয়ছেন।
তিনি ১,০৫,৩৫৩ (এক লক্ষ তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার) ভোট পেয়ে বেরসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ খান জয় (ঈগল) প্রতীক নিয়ে পেয়েছেন- ৮৬,২২৮৭ (ছিয়াশি হাজার দুইশত সাতাশি)।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু নেত্রকোনা-২ আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.