
মোঃ তারেক মিয়া, শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-২ (দিরাই, শাল্লা) আসনে জয় পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা। দুই উপজেলার ১০১ ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা ৬৭ হাজার ৭৯৫ ভোট পেয়েছেন।
প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ৫৮ হাজার ৬৭২ ভোট। ড. জয়াসেন গুপ্তা মোট ৯ হাজার ১২৩ ভোট বেশি পেয়েছেন। তবে দিরাই উপজেলার ৩ টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এই তিনটি কেন্দ্রে মোট ভোট রয়েছে ৯০৫৭ টি।
দিরাই উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নৌকা প্রতীকে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৩৬ হাজার ৪২৭ স্বতন্ত্র প্রার্থী জয়াসেন গুপ্তা কাঁচি প্রতীকে ৪০ হাজার ৪৪০ ভোট ।
শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে ৩৭টি ভোট কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ২২ হাজার ২৪৫। আর স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকে পেয়েছন ২৭ হাজার ৩৫৫ ভোট।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.