ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ৭ম বারের মতো ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ৬বারের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু।

রবিবার (০৭ জানুয়ারি) রাতে ভোট গননা শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী ফলাফল ঘোষনা করে প্রাথমিক ভাবে বেসরকারি বিজয়ী ঘোষনা করেন।

নির্বাচনে রাজিউদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭শত ৫৬টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট।

এছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি প্রকৌশলী শহিদুল ইসলাম (লাঙ্গল) ৭৫৬ ভোট, ইসলামী ঐক্যজোট এর মুফতি আব্দুল কাদির মোল্লা (মিনার) ১ হাজার ৩শ ৩৭ ভোট, স্বতন্ত্র সোলায়মান খন্দকার (কেঁচি) ৩৩৭ ভোট, বাংলাদেশ কংগ্রেস মমতাজ মহল (ডাব) ১৫৫ ভোট, গণফ্রন্ট মো. নাজমুল হক সিকদার (মাছ) ১০১ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিটু মিয়া (টেলিভিশন) ৭৫ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ মো. মাহফুজুর রহমান (মশাল) ৬৯০ ভোট পেয়েছেন।

এ উপজেলায় ১৬৩ কেন্দ্রে মোট ৪ লাখ ৫৫ হাজার ২শত ৯৭ জন ভোটারের মধ্যে ১লাখ ৮১ হাজার ৯শত ১০ জন ভোটার নির্দিষ্ট সময়ের ভিতরে কেন্দ্রে ভোট দিয়েছেন। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৬শত ২৬ ভোট। ১৬৩ ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল ৩৯%।

তবে প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল কঠোর অবস্থানে। সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, রাজি উদ্দিন আহমেদ রাজু ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ এর পর সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও টানা বিজয়ী হয়েছেন।