ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামে ১৬ আসনে যারা জয়ী হলেন চট্টগ্রামে মোট ১৬ টি আসন আছে। সে গুলোর মধ্যে যারা জয়ী হলেন তারা হলেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি),খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম -৩ (সন্দীপ),মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম -৪ (সীতাকুণ্ড) এস.এম আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আনিছুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ (রাউজান ফজলে করিম চৌধুরী।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দেরগাও) আবদুস ছালাম চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং)মহিউদ্দিন বাচ্চু।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এম এ লতিফ। চট্টগ্রাম-১২ (পটিয়া)মোতাহেরুল ইসলাম চৌধুরী।চট্টগ্রাম-১৩ (আনোয়ারা,কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ,সাতকানিয়া আংশিক) নজরুল ইসলাম চোধুরী।চট্টগ্রাম-১৫(সাতকানিয়া, লোহাগাড়া) এম.এ মোতালেব সিআইপি। চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) মুজিবুর রহমান সিআইপি।