ওমর ফারুক

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা( বাগেরহাট) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৯৮ বাগেরহাট – ৪ শরণখোলা মোড়লগঞ্জ আসনে নৌকার মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ১ লক্ষ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদিন ঈগল প্রতীক নিয়ে মোঃ জামিল হোসাইন ৫ হাজার ৩ শত ৭৬ ভোট পেয়েছেন। অবশ্য তিনি ৭ জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।

শরণখোলা, মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, বাগেরহাট -৪ আসনে শরণখোলা মোড়লগঞ্জে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৩ শত ১৪ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৮ হাজার ৪৫ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৭৫ হাজার ২৬৭ জন। দুইটি উপজেলা মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ১৪৩।

নৌকা প্রতীক নিয়ে এইচ এম বদিউজ্জামান সোহাগ ১ লক্ষ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।