
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ও সাবেক ভোলা জেলা পরিষদের সদস্য জনাব আব্দুর রব মিয়া-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুর ২ টায় এক শোক বিবৃতিতে তিনি পরলোকগত আবদুর রব মিয়ার পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জনাব আবদুর রব মিয়া ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.