
নুরুল কবির, সাতকানিয়া (চট্রগ্ৰাম) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারী) ভোর ৭ টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলমের বাড়ি বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার পশ্চিম পাড়ায় বলে জানা গেছে। জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে রেল লাইনের ওপর হাঁটছিলেন শাহ আলম।
এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর থেকে দু'টি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ আলম প্রকাশ বোবা শাহ আলম মারা যান। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য হারবাং ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রথমবারের মতো ট্রেনে কাটা পড়ে চকরিয়ায় কোনো মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.