ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পৌর শহরের পিসি সরকারি হাই স্কুল মার্কেটের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন রুমেল, সদস্য এমরান আহমদ প্রমুখ।

এসময় বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিশেষ ক্রোড়পত্র, সাংবাদিক কর্মশালা ও নানান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগামী ২০ জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৬ টায় একই স্থানে জরুরি সভার আহবান করা হয়েছে।