
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের দাইমারখীল এলাকার বাসিন্দা কেরানিহাট শপিং সেন্টারে মৌলানা ক্লথ ষ্টোরের স্বত্ত্বাধিকারী, নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সহ—সভাপতি হাফেজ মুহাম্মদ লোকমান এর পিতা আলহাজ্ব মৌলানা আনোয়ারুল ইসলাম শুক্রবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স ছিল ৮০ বছর। তিনি ৫ পুত্র দুই কন্যা ও অসংখ্যা আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার বিকাল ৫টায় বাড়ীর পার্শ্ববর্তী খোলা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দিন। জানাযা নামাজে অংশ নেন ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার রিমন, সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ নুরুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সভাপতি এস এম ইউসুফ।
নামাজে জানাজায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুর রশিদ কাদেরী, অধ্যক্ষ শাহাদাত হোসাইন গারাংঙ্গিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মহি উদ্দীন, হাফেজ মোজাফফর মাওলানা অবদুল মালেক বক্তারা বলেন, মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন একজন প্রকৃত আলেমেদ্বীন ও দ্বীনের দায়ী, দ্বীন প্রচার প্রসারে ছিলেন অগ্রনী ভূমিকা। নিজের শক্তি ও জান ও মাল ব্যয় করে বাতিল মতবাদের শক্তি রুখে দেয়ার আপ্রাণ প্রয়াস চালাতো।
তার মৃত্যুতে আমারা একজন প্রবীণ হক্কানি আলেমেদ্বীনকে হারালাম। বক্তারা আরও বলেন মৌলানা আনোয়ারুল ইসলাম জীবিত অবস্থায় ইলম বিতরণ করার কারণে অনেকে উপকৃত হয়েছেন। সেজন্য মৃত্যুবরণ করার পরও তার সওয়াব তিনি পেতে থাকবেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.