
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের কাল ভৈরব মন্দিরের মাঠে প্রতি বছরের ন্যায় এ বছর ও শুরু হয়েছে পৌষ সংক্রান্তি মেলা। উক্ত মেলা চলবে ২দিন রবি ও সোমবার । মেলাকে কেন্দ্র করে এক শ্রেণীর জুয়াড়িরা সক্রিয় হয়ে উঠেছে।
এ খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে, কালভৈরব মন্দির সংলগ্ন মেলার মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় সরঞ্জামসহ দুজনকে আটক করে মোবাইল কোর্টের মধ্যমে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।
১৪ জানুয়ারি রোজ রবিবার বিকাল প্রায় ৩ ঘটিকার সময় মেলার মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার কমিশনার (ভূমি) সিনিয়র সহকারী সচিব মো.শফিকুল ইসলাম।
এসময় জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩ ধারা মোতাবেক ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।কারাদন্ড প্রাপ্তরা হলেন জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তরুল মিয়ার পুত্র রাফি মিয়া (২১) এবং বনহাটির গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সজিব মিয়া (২২)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার কমিশনার (ভূমি) সিনিয়র সহকারী সচিব মো.শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি দৈনিক হবিগঞ্জের জননী পএিকার প্রতিনিধি কে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুয়া সহ সকল অপরাধ রোধে মাঠে তৎপর রয়েছি।
প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩ ধারা মোতাবেক ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ।
আজমিরীগঞ্জ থানার এস আই প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.