
নিউজ ডেস্ক:
বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সার্বিকভাবে ফেয়ার (সুষ্ঠু) হয়েছে, এ কথা বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।
মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন সার্বিকভাবে ফেয়ার (সুষ্ঠু) হয়েছে, এ কথা বলার কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে। আবার কিছু কিছু জায়গায় হয়নি। যেসব জায়গায় আনফেয়ার হয়েছে সেখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।
তিনি বলেন, আমরা কোনো ট্র্যাক চেঞ্জ করিনি। যেহেতু এখন নির্বাচন হয়েছে, সে নির্বাচনে আমাদের অনেকগুলো সমস্যা হয়েছে। বিভিন্ন মহল যারা আমাদের আশ্বস্ত করেছিল যে, নির্বাচনটা ফেয়ার হবে, তারা কথা রাখেনি।
তিনি আরও বলেন, আমাদের ময়মনসিংহের প্রার্থী ৪৪ হাজার ভোট পেয়েছেন। পাস করেছেন ৫১ হাজার ভোটে। তিনিই বলেছেন, দুপুর ২টার পরে অনেক কেন্দ্রেই প্রিসাইডিং অফিসার নিজে সিল মেরেছেন এবং এটা তার কাছে প্রমাণও আছে। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়েছেন। এ ধরনের কাজ অনেক জায়গায় হয়েছে। আমার এলাকায় হয়তো ফেয়ার হয়েছে। এটা আমার কারণে হোক বা যেভাবেই হোক। কিন্তু অনেক জায়গায় ফেয়ার হয়নি। এর জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি।
মুজিবুল হক চুন্নু বলেন, আমরা কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও জনগণের পক্ষে সংসদে উচ্চস্বরেই কথা বলব। সরকারকে জবাবদিহি করার জন্য সংসদে যা যা করা দরকার আমরা তাই করব।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.