ওমর ফারুক

শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলা, নকলা উপজেলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে অবস্থিত “চন্দ্রকোনা মডেল একাডেমী”এই বছর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যক্রম শুরু করেন, এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিদিনের পাঠদানের জন্য একটি ডায়েরী তৈরি করেন, ডায়রীর প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠায় জাতীয় সঙ্গীত এর নিচে জাতীয় শপথ লিখেন, কিন্তু শপথ বাক্যগুলোর শেষ অংশ ভুলক্রমে বিকৃতি করে নিজের মতো লিখেন,যা উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন (বাদল) স্যারের জানা ছিলো না।

বিষয়টি উনার নজরে আসার সাথে সাথে সংশোধন করার নির্দেশ দেন ও প্রকাশিত যে ডায়েরিগুলো ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছিল সবগুলো ডায়েরি জমা নেন এবং ডায়েরিগুলো বাজেয়াপ্ত করেন। তার সাথে পুনরায় জাতীয় গ্রেজেটকৃত শপথ ডায়েরিতে পাঠ্য করার নির্দেশ দেন।


অতঃপর তিনি স্পর্শ কাতর এই বিষয়টি ভুলের জন্য দুঃখপ্রকাশ করেন এবং জাতির কাছে ক্ষমা চেয়ে, সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।