
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ৪৮ বোতল ভারতীয় মদসহ দীপ্ত হাউই (২৭) নামের এক উপজাতি যুবককে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
বুধবার (১৬ জানুয়ারি) বিকালে শ্যামগঞ্জ-বিরিশরি সড়কের উপজেলার আতকাপাড়া নামক স্থানে একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ীতে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত দীপ্ত হাউই দুর্গাপুর উপজেলার লক্ষিপুর গ্রামের এলট চাম্বু গং এর ছেলে।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বুধবার শ্যামগঞ্জ-বিরিশরি সড়কের আতকাপাড়া নামক স্থানে পুলিশের চেক পোস্ট ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ী তল্লাশী করা হয়।
এ সময় ওই ভ্যান গাড়ীর যাত্রী দীপ্ত হাউই নামক উপজাতির দুটি পাটের বস্তা থেকে আমদানী নিষিদ্ধ ৪৮ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.