সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর চারজন জ্যেষ্ঠ সদস্য সিরিয়ার রাজধানী দামেস্কে একটি বিমান হামলায় নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড।
এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড। তারা জানিয়েছে, তাদের চারজন সামরিক উপদেষ্টার পাশাপাশি সিরিয়ার বেশ কয়েকজন সৈন্য ওই হামলায় নিহত হয়েছে।
ইসরায়েল এই বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি। তবে ইরানের সাথে সম্পৃক্ততা রয়েছে, বহু বছর ধরে সিরিয়ায় এমন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরকম হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের রেভ্যুলশনারি গার্ড বাহিনীর সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকর্তারা প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে সহায়তা করতে কাজ করে আসছেন।
শনিবারের হামলা ঘটেছে দামেস্কের দক্ষিণ-পশ্চিমের মাজ্জেহ এলাকায়, যেখানে একটি সামরিক বিমানবন্দর রয়েছে এবং জাতিসংঘ সদর দপ্তর, বিভিন্ন দেশের দূতাবাস ও রেস্তোরা রয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, তিনি বড় ধরনের ‘বিস্ফোরণ’ দেখতে পেয়েছেন এবং সেখানে ‘বিশাল ধোঁয়ায়’ ঢেকে যেতে দেখেছেন। ‘’শব্দটা শুনে আমার কাছে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের মতো মনে হয়েছে। কয়েক মিনিট পরেই আমি অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার আওয়াজ শুনতে পাই,’’ তিনি বলেছেন।
ইরানের আধা-সরকারি মেহের বার্তা সংস্থা জানিয়েছে, ওই হামলায় সিরিয়ায় রেভ্যুলশনারি গার্ডের গোয়েন্দা প্রধান, উপ-প্রধান এবং আরও দুইজন গার্ড কমান্ডার নিহত হয়েছেন। খবর:বিবিসি

