ওমর ফারুক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের তফশীল ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

এরই ধারাবাহিকতায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে শরণখোলা উপজেলায়। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট জনসংখ্যা ১,১০,৪০০ জন।

আসন্ন শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগ ২১ তারিখ (রবিবার) বিকালে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে একটি মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকন।

মতবিনিময় সভায় সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা আসন্ন শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ’ কে ভাইস চেয়ারম্যান হিসেবে সমর্থন জানিয়ে মতাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ, সাংগঠনিক সম্পাদক এইচ এম পলাশ মাহমুদ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক মাহফুজ হোসেন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিজ খান, ইউপি সদস্য জামাল জমাদ্দার, দেলোয়ার হোসেন খলিল, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন খলিফা সহ সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই আসন্ন শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে হাসানুজ্জামান পারভেজ ‘ কে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানান। উল্লেখ্য হাসানুজ্জামান পারভেজ শরণখোলা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত এবং বর্তমান ভাইস চেয়ারম্যান।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, আমার জন্মভুমি সাউথখালীবাসী আমার পাশে থাকলে তৃতীয় বারের মতো আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশ নিবো।