
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করলেন বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা মোঃ সোলায়মান হোসেন।
রবিবার (২১ই জানুয়ারী) সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ট্যাগ অফিসার মোঃ লিয়াকত আলী উপস্থিতিতে অসহায় ও দুস্থদের মাঝে ২৫০ পিচ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ ফয়সাল আহমেদ,প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ভূট্টু, ইউপি সদস্য মোঃ মতিন ফকির, মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, মোঃ সোহরাব আলী, মোঃ মাসুম আকন্দ, মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ ময়না বেগম প্রমূখ।
মীর্জা সোলায়মান বলেন প্রধানমন্ত্রীর এই উপহার আমি অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করে ভালো লাগছে এভাবে সবসময় অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে জনসেবা করতে চাই।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.