
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাট রামপাল থানা পুলিশ চোরাই গরু, অটোভ্যানসহ দুই চোরকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় দুই চোরের নামে একটি মামলা দায়ের হয়েছে।
মামলাটি করেছেন গরুর মালিক সুলতানিয়া গ্রামের সোলেমান সরদারের ছেলে আবুল কালাম সরদার। পুলিশ আটক চোরদের রবিবার সকাল ১০ টায় বাগেরহাট আদালতে প্রেরন করেছে।
আটক চোর আকুব্বর আলী শেখ (৫০) উপজেলার তেলীখালী গ্রামের ইসহাক শেখের ছেলে। অপর আসামী হলো শ্রীকলস গ্রামের রহমান শেখের ছেলে রমজান শেখ (১৪)।
পুলিশের ওসি (তদন্ত) বিধান চন্দ্র জানান, শনিবার বিকাল ৩ টায় দুইজন সুলতানিয়া গ্রামের জালাল শেখের বাড়ির পাশ থেকে ওই চোরেরা একটি অটোভ্যানে করে লাল রংয়ের গাভী চুরি করে পালাচ্ছিল।
রণসেন এলাকায় গেলে স্থানীয় লোকদের সন্দেহ হলে তারা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ চোরসহ গারু ও ভান জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.