
রৌমারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠিত হয় সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো খন্জনমারা সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শত শত নবীন শিক্ষার্থীকে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে সোভাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, সহকারী শিক্ষক যাদুরচর আলীম মাদ্রাসা আব্দুল বাতেন, কুরআন তেলাওয়াত করেন কেরামতিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল্লা আল কাফি, সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ হারুন, আজিজুর রহমান আজিজ, এমদাদুল হক, হাসান বি এস সি, আনোয়ার হোসেন, নাসরিন আক্তার রুমা প্রমুখ।
এতে শিক্ষার্থীদের উদ্দেশে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ বলেন, কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার সোনাভরি উচ্চ বিদ্যালয় স্কুল অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.