
নেত্রকোনা সদর প্রতিনিধি;
নেত্রকোনায় মামলার নামে মোটরযান চালক শ্রমিকদের হয়রানি ও বিভিন্ন সময়ে লাঞ্চিত করার প্রতিবাদে ২৪ ঘন্টার আল্টিমেটামে ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
আজ (২৩ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০ টায় নেত্রকোণা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন এবং ব্যাটারী চালিত অটো মিশুক সমবায় সমিতির ড্রাইভার ও শ্রমিক নেতৃবৃন্দজেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
এসময় তারা নেত্রকোণা জেলা ট্রাফিক পুলিশের (টি.এস.আই) মৃদুল রঞ্জন দাস ও (টি.এস.আই) আকবর হোসেনকে জেলা হতে অপসারণের দাবি জানান।
এ সময় জেলা শহরের বিভিন্ন সড়কে যান চলা চল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
খবর পেয়ে নেত্রকোনা পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের মধ্যস্থতায় ও ট্রাফিকের (টি.এস.আই) মৃদুল রঞ্জন দাস ও (টি.এস.আই) আকবর হোসেনকে জেলা থেকে প্রত্যাহার এবং শ্রমিকদের উপর সকল মামলা প্রত্যাহারের মধ্যদিয়ে শ্রমিক আন্দোলন শেষে ড্রাইভাররা নিজ নিজ কর্মস্থলে ফিরে যায়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, প্যানেল মেয়র শেখ হেলাল উদ্দিন হেলাল, জেলা অটো টেম্পু ও অটো রিক্সা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ বিল্লাল হোসেন বিল্লাল, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গতকাল সোমবার জেলা শহরের কুড়পার এলাকার পেট্রোল পাম্পের সামনে ট্রাফিক পুলিশের (টি.এস.আই) আকবর হোসেনের সাথে মামলা নিয়ে সিএনজি ড্রাইভারদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় তিন ড্রাইভারকে বিনা কারণে পিটিয়ে আহত করেছে এবং সকল ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় (টি.এস. আই) আকবর ও সিএনজির ড্রাইভার মাহাবুব মিয়া, সোহেল মিয়া ও কাইয়ুম মিয়া নামে তিন চালক আহত হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.