
আন্তর্জাতিক ডেস্ক:
এতদিন শুধু কূটনৈতিক মেইল করলেই মিলতো অ্যালকোহল। এবার নিয়মে বদল আনছে সৌদি আরব। প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিকদের কাছে অ্যালকোহল বিক্রির অনুমতি দেয়ার পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘‘এর আগে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল আমদানি করতে হতো৷ এবার থেকে 'অমুসলিম কূটনীতিকদের কাছে তা বিক্রি করা হবে৷''
১৯৫২ সাল থেকে এ নিয়ে সৌদি আরবে নিষেধাজ্ঞা রয়েছে৷ বাদশাহ আব্দুল আজিজের এক ছেলে মত্ত অবস্থায় রাগের বশে একজন ব্রিটিশ কূটনীতিককে গুলি করে হত্যা করেছিলেন৷ তারপরই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়৷
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদির রাজধানী রিয়াদে প্রথম 'অ্যালকোহল স্টোর' খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে৷ শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য এ পরিকল্পনা নেয়া হয়েছে৷ পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে৷
বলা হয়েছে, গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পেতে হবে৷ এর ভিত্তিতে মাসিক কোটা মেনে কেনা যাবে৷এ সংক্রান্ত নথির কপি পেয়েছে বলে দাবি বার্তাসংস্থা রয়টার্সের৷
এই পরিকল্পনাটি সৌদি আরবের ভিশন-২০৩০-এর অংশ৷ রক্ষণশীল দেশটিতে সাম্প্রতিককালে পর্যটন ও ব্যবসায় আরো বেশি নজর দিয়েছে৷ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পদক্ষেপটি বাস্তবায়িত হতে যাচ্ছে৷
নথিতে বলা হয়েছে, নতুন এই দোকান রিয়াদের কূটনৈতিক পাড়ায় অবস্থিত৷ তবে এই দোকান অমুসলিমদের জন্য ‘কঠোরভাবে সীমাবদ্ধ' থাকবে বলেই উল্লেখ করা হয়েছে৷ অন্যান্য অমুসলিম প্রবাসীদের দোকানে প্রবেশাধিকার থাকবে কিনা তা স্পষ্ট নয়৷
ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ৷ সৌদি আরবে মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে৷ খবর: ডিডব্লিউ
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.