
নেত্রকোণা সদর প্রতিনিধি:
নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় প্রাইভেটকারের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু'জন নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
আজ (২৬ জানুয়ারি) শুক্রবার বিকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ঝাউসী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত যাত্রীদের মধ্যে একজন পুলিশ সদস্য। তিনি জেলার বারহাট্টা ফকিরের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুল হাকিম। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।
এ ছাড়া অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মশিউল জানান, ওই সড়কের চল্লিশার ঝাউসী এলাকায় নেত্রকোনাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় কমপক্ষে ছয়জন আহত হন।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। আহতদের তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বারহাট্টা উপজেলার ফকিরাবাজার ফাঁড়িতে কর্মরত এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.