
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
নাম মোঃ শওকত আলী, বাসা- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রাম৷ পেশায় একজন হাইস্কুল টিচার বর্তমানে অবসরপ্রাপ্ত৷ সাতক্ষীরা জেলা জামায়াতের এই শুরা সদস্য ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৩ মেয়াদে চেয়ারম্যান ছিলেন৷
চতুর্থবারও বিপুল ভোটে বিজয়ী হওয়া থেকে বিরত রাখতে পুলিশ, প্রশাসন যৌথ বাহিনী দিয়ে নমিনেশন উড্রো করিয়ে নেওয়া হয়৷ ফলে চতুর্থবার আর ইলেকশন করা হয়নি৷
ব্যক্তিজীবনে অত্যান্ত সৎ ও সহজসরল জীবনযাপন করেন৷ প্রায় ২০ বছর ধরে চেয়ারম্যান থাকলেও নিজের ভিটামাটি ও মাঠে একখন্ড জমি ছাড়া আর কিছুই নেই৷ চলাচলের জন্য একটা বাইসাইকেল থাকলেও সেটা সংগঠন থেকে পাওয়া।
ইউনিয়নের সব রাস্তা পাকা করলেও নিজের বাড়ীতে যাওয়ার রাস্তা টা এখনও কাঁচা যা নিয়ে অনেকেই উনাকে উপহাস করেন তবুও ইউনিয়নের সব রাস্তা পাকা না করে নিজের রাস্তা করবেন না বলে সাফ জানিয়ে দেন।
সংগঠনের প্রতি ডেডিকেটেড এই স্যার ইংরেজিতে বিরাট দক্ষ একজন শিক্ষক৷ তানার মতন ইংরেজি জানা লোক কলারোয়া উপজেলায় খুব কম লোক থাকলেও সংগঠন ক্ষতিগ্রস্ত হবে বলে কখনো প্রাইভেট পড়ায়নি অথচ তার সংসারে সবসময় অভাব লেগেই থাকে৷
নিজ গ্রামের মসজিদে আজীবন ইমামতি, তারাবি ঈদের নামাজ পড়ালেও কখনো হাদিয়া নেওয়ার রেকর্ড উনার জীবনে নেই৷
জীবনের শেষ দিন পর্যন্ত সংগঠনে ঠিকে থাকার প্রত্যয় নিয়ে সংগঠনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। মহান আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন। জান্নাত উপযোগী মানুষ হিসেবে কবুল করুন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.