
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহনযোগ্য হয়নি, সুষ্ঠ নির্বাচনের আহবান জানিয়ে পূণরায় নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে কালোপতাকা মিছিল করেন বিএনপি নেতা কর্মীরা।
৩০শে জানুয়ারি সেই কালোপতাকা মিছিলে অংশ গ্রহণ করেন বেলকুচির সাবেক পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম। আর ঐদিন রাতেই এরশাদুলকে মুকন্দগাঁতী বাসস্ট্যান্ড জেনিন কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করেন বেলকুচি থানা পুলিশ।
গ্রেফতারকৃত এরশাদুল ইসলাম পৌর এলাকার মুকন্দগাতী পশ্চিম পাড়া গ্রামের মৃত আছান সেখ এর ছেলে।
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী ভূইয়া বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী ৩০শে জানুয়ারি মঙ্গলবার বেলকুচিতে শান্তি সুষ্ঠুভাবে কালো পতাকা মিছিলে অংশ নেয় এরশাদুল ইসলাম এরশাদ।
ঐদিন রাতেই মুকন্দগাতী থেকে গ্রেফতার করে বিস্ফোরণ মামলায় চালান দিয়েছে এরশাদকে। তাকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান এর নিকট গ্রেফতার এর বিষয় জানতে চাইলে তিনি জানান, নির্বাচনের পূর্বে নবেম্বর মাসে সুবর্নসাড়া এলাকায় রাস্তায় গাছের গুল ফেলিয়ে রাস্তা অবরোধ করে সেই সাথে টায়ারে আগুন জ্বালিয়ে বিস্ফোরণ এর ঘটনায় থানায় মামলা হয়েছে, আর সেই মামলায় তদন্তের আসামি এরশাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে মামলা রজু করে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.