ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে তজুমদ্দিনে দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে। এতে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী তুলে ধরেন।
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে তজুমদ্দিন উপজেলা প্রাঙ্গণে বিজ্ঞান মেলা ও কুইজ অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার, তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক অফিসার, তজুমদ্দিন উপজেলা কৃষি অফিসার, তজুমদ্দিন উপজেলা থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামসহ তজুমদ্দিন উপজেলার বিভিন্ন কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে।
পৃথিবীতে যতবড় বিজ্ঞানী হয়েছেন তারা সকলেই তোমাদের মতো ক্ষুদে শিক্ষার্থী ছিলেন। আজ তারাই জ্ঞান বিজ্ঞানে বহু অবদান রেখেছেন। তোমারাও যদি সঠিকভাবে জ্ঞান বিজ্ঞান চর্চা করো তাহলে তোমরাও তাদের মতো বিজ্ঞানে অবদান রাখতে পারবে।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও তজুমদ্দিন লাইভ নিউজ এবং দৈনিক ভোলা লাইভ নিউজ এর প্রধান প্রকাশক ও সম্পাদক এইচ এম হাছনাইন। সঞ্চালনায় ছিলেন তজুমদ্দিন উপজেলা একাডেমিক সুপারভাইজার ।
পরে তজুমদ্দিন উপজেলা প্রাঙ্গনে বিজ্ঞান মেলা ও কুইজ অলিম্পিয়াডের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
৩০ ও ৩১ জানুয়ারি ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১২ টি স্টল দিয়েছে। আলোচনা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, ৩১ জানুয়ারি বুধবার বিকেলে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড।
অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা-তজুমদ্দিন , মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসা,চাঁচড়া ফাজিল মাদ্রাসা,তজুমদ্দিন সরকারি কলেজ, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর মাধ্যমিক বিদ্যালয়, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়।

