
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা;
বাগেরহাটের ফকিরহাটে ৮ কেজি গাঁজসহ মোজাহিদ গাজী (২৯) ও মো. তুহিন শেখ (৩৫) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। ৫ ফেব্রুয়ারি সোমবার ভোরে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক মোজাহিদ খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও তুহিন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে ওই এলাকায় অকস্থান করি।
এসময় দুই যুবক মাদক দ্রব্য গাঁজা হাত বদলের চেষ্টা করলে হাতেনাতে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.