
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠন"
রবিবার ৪ ফেব্রুয়ারি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজের ভিত্তিতে অনুসন্ধান মুলক রিপোর্টে দৈনিক সমকাল ও করতোয়া পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধ শাহিনুর রহমান শাহিন, জনদুর্ভোগ রিপোর্টের উপর দৈনিক ইত্তেফাক পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধ অনিল চন্দ্র, মানবিক ও ক্রাইম নিউজের উপর দৈনিক ভোরের দর্পণ ও আপডেট টেলিভিশনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) এবং মানবিক ও কৃষি নিউজের উপর দৈনিক মানবকন্ঠ ও এশিয়ান টেলিভিশনের জাহাঙ্গীর আলমসহ ৪ সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন "ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠন"
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক ফুলবাড়ী উপজেলা শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান সাজু,মহিদেব যুবসমাজ কল্যাণ সংস্থার ইয়ুথ লিড টেকনিকেল অফিসার ইলিয়াস আলী,ফিল্ড ফেসিলেটেটর আফরোজা হ্যাপি, ফুলবাড়ী যুব মানবসেবা সংগঠনের সভাপতি শারমিন আক্তার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান নয়নসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে সহযোগিতায় করে ছিলেন অগ্রণী ব্যাংক ফুলবাড়ী শাখা। সংবর্ধনা শেষে উপজেলার শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শেষে সংগঠনটির বিভিন্ন ভাল কর্ম তুলে ধরার জন্য সাংবাদিকদের বিশেষভাবে আহ্বান জানানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.