
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় খ গ্রুপ দেশাত্ববোধক গানে দ্বিতীয় হয়েছে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থ অন্বেষা বর্মন।
০৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা ওসমানী মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার তুলে দেয়া হয়।
অন্বেষা বর্মন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অফিস প্রধান উত্তম কুমার মালো ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স গীতা রানীর মেয়ে।
সে ছোট বেলা থেকেই মা বাবা, দিদিরা এবং স্কুলের শিক্ষকদের অনুপ্রেরনায় গান শিখেছে। আগামী দিন গুলিতেও পড়াশোনার পাশাপাশি সংগীতের চর্চা করতে চায়।
অন্বেষার এ সফলতায় অভিনন্দন জানিয়েছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ নলছিটি গন্যমান্য ব্যাক্তিরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.