
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে দোকান মালিকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে স্থানীয় শহিদুল ইসলামের কসমেটিক্সের দোকান, সোহাগ শেখের কসমেটিক্সের দোকান, ফাহিম ইসলামের লেপ-তোষকের দোকানসহ বিভিন্ন পণ্যের কয়েকটি দোকান রয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহাবুদ্দিন বলেন, রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আগুনে ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.