ওমর ফারুক
আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
৭ জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সময় ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনের।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার চার ধাপে হবে উপজেলা নির্বাচনের ভোট।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনে বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
সচিব বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।
এদিকে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে প্রার্থীদের নিয়ে ভোটারদের মাঝে চলছে আলোচনা-পর্যালোচনা।
নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। বানিয়াচং উপজেলায় মুফতি তাফাজ্জুল হকও আলোচনায় রয়েছেন।
ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানের প্রত্যয়ের লক্ষে আগামী বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সভা সমাবেশে মতবিনিময় করে যাচ্ছেন।
এছাড়াও বানিয়াচং উপজেলার প্রতিটি ইউনিয়নে, গ্রাম-গঞ্জে বাজারে-হাঠে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় অব্যাহত রয়েছে।
মুফতি তাফাজ্জুল হক বলেন,আমাকে যদি বানিয়াচং উপজেলার আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষ মনোনীত প্রার্থী ঘোষণা করেন, এবং আমার পক্ষে কাজ করেন তাহলে আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদ নির্বাচনে আমাকে নির্বাচিত করলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কাজ করবো এবং বানিয়াচং উপজেলাকে উন্নয়নের কাজে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাবো। তিনি বানিয়াচং উপজেলার পনেরোটি ইউনিয়নের সর্বস্তরের ভোটাদের কাছে দোয়া প্রার্থী।

