
আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি:
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ কদমতারা গ্রামের মৃত মুনাফ উল্লার পুত্র নজরুল মিয়া (৩২)
বানিয়াচংয় উপজেলার পানিউন্নয়ন বোর্ডের বাঁধ (আদর্শগ্রাম) গ্রামে শশুর বাড়ি ঝগড়া থামাতে গিয়ে নজরুল মিয়া শশুর বাড়িতে খুন হয়।
বাড়িতে আত্মীয় স্বজনের কান্নায় যেন আকাশ বাতাস ভারি হয়ে গেছে। নিহতের দুই পুত্র ও এক কণ্যা সন্তান রয়ছে।
ঘটনাটি ঘটেছে বুধার ১৪ ফেব্রুয়ারি রোজ বুধবার প্রায় বিকাল ৩ ঘটিার সময় বানিয়াচং উপজেলার পানিউন্নয়ন বোর্ডের বাঁধ (আদর্শগ্রাম) গ্রামে ।
এলাকাবাসী ও বানিয়াচুং পুলিশ সূত্রে জানাযায়
১৪ফেব্রুয়ারি (বুধবার)বিশ্ব ভালবাসা দিবসের এই দিনে আজমিরীগঞ্জ থেকে বেড়াতে আসেন বানিয়াচংয়ের দামান নজরুল ইসলাম।
একই গ্রামের ছালেক মিয়ার পুত্র আলঙ্গীর মিয়া (২৪) ও একই এলাকার কাশেম মিয়ার পুত্র মুসতাক মিয়া (২৮) তাদের শিশু সন্তানদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় ঝগড়া থামাতে গিয়ে নজরুল মিয়া তাদের হাতে থাকা লাঠির আঘাতে মাথায় মারত্নক জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এইনিয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান , লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অপরাধীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.