ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় পাইলটে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী অ্যাপোলো আই কেয়ার ও গন উন্নয়নের আয়োজনে ও নবজাগরণ সমাজসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় দেড় শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করেন,চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার দেলোয়ার হোসেনসহ চক্ষু বিশেষজ্ঞগণ।
এ সময় গরিব অসহায় রোগীদের বিনামূল্য সানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
চক্ষু ক্যাম্পিংয়ের সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, নব-জাগরণ সমাজসেবী সংগঠনের সভাপতি ও সাংবাদিক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,সহ-সভাপতি শামীমা আক্তার,যুগ্ম সাধারণত সম্পাদক নাজিউর রহমান স্বাধীন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

