
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার বেলটিয়া পুলিশ লাইন্সে পুলিশের মাঠ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ৭ টা থেকে জামালপুর জেলা পুলিশ লাইন্সের সামনে পুলিশের আবেদনকারী অসংখ্য ছেলে মেয়ে ভীড় জমায়।
সকাল ৮ টার দিকে পুলিশ লাইন্সের গেট খুলে দেয়া হয়।জেলা পুলিশ সুপার অভিবাদকদের সচেতন করে দেন।অভিবাদকদের দালালের চত্বরে পড়ে আর্থিক লেনদেন করতে নিষেধ করেন।
সম্পূর্ণ সুষ্টুভাবে প্রথম দিনের বাছায় পর্ব শেষ হয়েছে।পুলিশ লাইন্সের ৩য় ধাপে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।প্রথম দিনে উচ্চতা, ওজন এবং বুকের সাইজ পরিমাপ।২য় দিনে থাকবে, রানিং ২০০ মিটার,পুষ আপ, লং ঝাপ এবং হাই ঝাপ।
৩য় দিনে থাকবে, রানিং ১৬০০ মিটার, ড্রাগিন ১৫০ আইবি,রূপ ক্লাইম্বিং ১২ ফিট।পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং ভাইভার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.